নাঙ্গলকোটে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু


নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটে সাপের কামড়ে আব্দুল মান্নান মনা (৫০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। গত রোববার সকাল ১১ টার দিকে উপজেলার মৌকরা ইউনিয়নের মোড়েশ্বর জসিমের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর গ্রামের তৈয়ব আলির ছেলে। তিনি পেশায় একজন সাপুড়ে।
আব্দুল মান্নানের বড় ছেলে আনোয়ার হেসেন জানান, তার বাবা তার নানার কাছ থেকে সাপ ধরার কাজ শিখে প্রায় ২০ বছর থেকে এ কাজ করে আসছেন। রোববার সকালে পার্শ্ববর্তী মৌকরা ইউনিয়নের মোড়েশ্বর জসিমের বাড়িতে সাপ ধরতে যান। তিনি সেখানে একটি বড় সাপ দেখতে পান। সাপটি ধরতে গেলে সাপ তাকে কামড় দেয়। পরে আব্দুল মান্নান নিজের হাত বেঁধে কিছুক্ষণ বসে থাকেন। অবস্থার অবনতি হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শরীরে অ্যান্টিভেনম ভ্যাকসিন প্রয়োগ করা হয়, কিন্তু ততক্ষণে বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয় আব্দুর রহিম বলেন, সাপে কামড় দেয়ার পর তাকে আমরা হাসপাতালে যেতে বলি, কিন্তু তিনি হাসপাতালে না গিয়ে নিজে নিজেই ঝাড়ফুঁক করেন। একপর্যায়ে তার শরীরে বিষ ছড়িয়ে পড়লে তিনি দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, সাপের কামড়ে সাপুড়ের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। পরিবারের কোনো অভিযোগ নেই।