রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকার উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায়  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক

ঢাকার উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায়   ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক
৮৯ Views

            ষ্টাফ রিপোর্টার\ বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২১শে জুলাই (সোমবার) এক শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যেখানে মৃতদের মধ্যে অনেকেই শিক্ষার্থী। নিহতদের পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রæত আরোগ্য কামনা করছি।’

            শোক বার্তায় তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।’

            উল্লেখ্য, গত সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এক শিক্ষার্থী। এর পর যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে এবং আহত হয়েছেন  ১৭১ জন।

            এ ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

            জানা গেছে যে, দুর্ঘটনার পর পরই দেড় শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৬৪ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্ল­াস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।

            ওদিকে, বাংলাদেশের বিমান দুর্ঘটনার এই হৃদয়বিদারক ঘটনা কেবল দেশের মধ্যেই নয়; আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে। বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো এ ঘটনাকে বড় শিরোনামে তুলে ধরেছে।

            ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

            মার্কিন বার্তা সংস্থা এপি (এসোসিয়েট প্রেস) ‘ঢাকায় স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

            ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, চীনের তৈরি একটি এফ-৭ যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন।

            মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার একটি কলেজ ভবনে বিমানটি ভেঙে পড়ার ঘটনায় অনেকেই নিহত এবং আহত হয়েছেন।

            অতঃপর, মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক, ব্রিটিশ সানডে এক্সপ্রেস, ভারতের টাইমস অব ইন্ডিয়াসহ বিশ্বের আরো বহু শীর্ষ সংবাদমাধ্যম বাংলাদেশের রাজধানী ঢাকায় এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর প্রকাশ করেছেন গুরুত্বের সঙ্গেই।

Share This