রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

উপদেষ্টা পরিষদে অনুমোদন: গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানানো বাধ্যতামূলক

উপদেষ্টা পরিষদে অনুমোদন: গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানানো বাধ্যতামূলক
৫৬ Views

কাউকে গ্রেপ্তার করার পর ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, বন্ধু বা আইনজীবীকে অবহিত করা বাধ্যতামূলক—এমন একটি প্রস্তাবনা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ সংক্রান্ত ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, “গ্রেপ্তারের পর কেউ যাতে নিখোঁজ না হন, সে লক্ষ্যে থানায় নেওয়ার সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করতে হবে। এই সময়সীমা কোনো অবস্থাতেই অতিক্রম করা যাবে না।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রসঙ্গত, সংবিধান ও বর্তমান ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি, গ্রেপ্তার-পরবর্তী সময়ে স্বজনদের তা জানানো সংক্রান্ত উচ্চ আদালতের একটি সুস্পষ্ট নির্দেশনাও রয়েছে। এখন এই নতুন প্রস্তাব কার্যকর হলে বিষয়টি আইনি কাঠামোতেই সুসংহত হবে।

Share This