রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মাইলস্টোন ট্রাজেডি: সরকার প্রকাশ করলো আহত ও নিহতের হালনাগাদ তালিকা

মাইলস্টোন ট্রাজেডি: সরকার প্রকাশ করলো আহত ও নিহতের হালনাগাদ তালিকা
১১ Views

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এ ঘটনায় এখনো রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন। শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিহতদের মধ্যে ১৫ জন ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে, ১৫ জন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে এবং একজন ইউনাইটেড হাসপাতালে মারা যান।

বর্তমানে যে ৫০ জন চিকিৎসাধীন, তাদের মধ্যে বার্ন ইন্সটিটিউটে রয়েছেন ৪০ জন, সিএমএইচ-এ ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালে একজন রোগী ভর্তি আছেন।

Share This

COMMENTS