আসন্ন নির্বাচনে এআই হুমকি নিয়ে সতর্ক সিইসি, প্রস্তুত ইসি


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্কতা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) এসব ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি বলেন, “নির্বাচনে এআই প্রযুক্তিকে ব্যবহার করে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে, কমিশন তা প্রতিরোধে সজাগ ও সচেষ্ট থাকবে।”
ভোটারদের আস্থা পুনরুদ্ধার ও ভোটকেন্দ্রে ফিরিয়ে আনা ইসির অন্যতম বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাকে ইসি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করছে বলে জানান সিইসি।
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশব্যাপী অপরাধবিরোধী অভিযান পরিচালনা করবে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণে আনবে।
সিইসি নাসির উদ্দিন বলেন, “আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছি। আমাদের সব কার্যক্রম হবে স্বচ্ছ ও প্রকাশ্য। অন্ধকারে কিছুই ঘটবে না। আমরা যদি এই দায়িত্ব যথাযথভাবে পালন না করি, ভবিষ্যত প্রজন্ম আমাদের জবাবদিহির মুখে ফেলবে।”
মতবিনিময় সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সিইসি নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে সভায় অংশ নেন।