শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পবিত্র আখেরি চাহার শোম্বা ২০শে আগস্ট

পবিত্র আখেরি চাহার  শোম্বা ২০শে আগস্ট
৩৪১ Views

            ষ্টাফ রিপোর্টার\ বাংলাদেশের আকাশে গত শুক্রবার কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার পবিত্র মহররম মাস ৩০ দিন পূর্ণ এবং রোববার থেকে পবিত্র সফর মাস গণনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে আগামী ২০শে আগস্ট পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হবে।

            ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

            ইসলামিক ফাউন্ডেশন জানায়, সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

            সভায় উপস্থিত ছিলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর প্রমুখ।

Share This

COMMENTS