শনিবার, ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে শুল্ক ২০ শতাংশ নির্ধারণ, অন্তর্বর্তী সরকারের ‘সাফল্য’ বললেন ড. আসিফ নজরুল

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে শুল্ক ২০ শতাংশ নির্ধারণ, অন্তর্বর্তী সরকারের ‘সাফল্য’ বললেন ড. আসিফ নজরুল
২৫ Views

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ শুল্ক কমিয়ে নতুন করে ২০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছে। বিষয়টি নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এটিকে অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
“১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ। অ্যানাদার সাকসেস অফ ইন্টেরিম গভর্নমেন্ট।”

এ বিষয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় নতুন এই শুল্ক হার নিশ্চিত করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের পেছনের নীতিগত বিবরণ বা যুক্তি এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তে বাংলাদেশের কিছু পণ্যে রপ্তানি ব্যয় বাড়তে পারে, তবে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এটিকে অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে শুল্ক পরিবর্তনের প্রভাব সম্পর্কে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এদিকে, ড. আসিফ নজরুলের এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই সরকারের কূটনৈতিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন, কেউ কেউ আবার এ ধরনের ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Share This