নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে সমাবেশে এনসিপি, গড়বে পরিবর্তনের রূপরেখা


রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শীর্ষক এক সমাবেশ আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সমাবেশ থেকে দলটি একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ও দিকনির্দেশনা তুলে ধরতে চায়।
সমাবেশকে ঘিরে ইতোমধ্যে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতা-কর্মীরা মিছিল ও স্লোগানের মাধ্যমে সমাবেশস্থলে সমবেত হচ্ছেন। সেখানে উপস্থিত রয়েছেন জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবেন।
এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন প্রথম আলোকে বলেন, “গণ-অভ্যুত্থানের পর গড়ে ওঠা এনসিপি একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে কী ধরনের পরিবর্তন আনতে চাই—এসব বিষয় নিয়েই আজকের ইশতেহারে রূপরেখা তুলে ধরা হবে। এটি হবে একটি উন্নত ও মানবিক বাংলাদেশের রূপরেখা।”
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, চলমান এইচএসসি পরীক্ষা এবং শাহবাগে ছাত্রদলের কর্মসূচির বিষয়টি বিবেচনা করে সমাবেশের সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৪টা। এতে শিক্ষার্থীদের যাতে যানজটে পড়তে না হয়, সেই চিন্তা থেকেই সময় পরিবর্তন করা হয়েছে। তিনি আরও জানান, ঢাকা মহানগর ও আশপাশের জেলা কমিটির নেতা-কর্মীরাই মূলত সমাবেশে অংশ নিচ্ছেন।