বৃহস্পতিবার, ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

মুরাদনগরে ৭ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মুরাদনগরে ৭ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
১৩ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মুরাদনগরে সংবাদ সংগ্রহকালে ৭ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রæত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা। গত বৃহস্পতিবার (৩১শে জুলাই) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

            প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

            সমাবেশে বক্তারা বলেন, বারবার সাংবাদিকদের ওপর হামলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। সাংবাদিকের ওপর হামলাকারীদের দ্রæত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। এ সময় অপরাধীদের বিরুদ্ধে দ্রæত আইনি ব্যবস্থা না নিলে পুলিশের সংবাদ বর্জন করার হুঁশিয়ারি দেন বক্তারা। উল্লেখ্য, গত বুধবার বিকেলে কুমিল্লার মুরাদনগরে বিএনপি ও উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকদের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহের সময় ৭ জন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।

Share This

COMMENTS