রবিবার, ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

‘জিরো রিটার্ন’ দাখিল আইনত অপরাধ: এনবিআর

‘জিরো রিটার্ন’ দাখিল আইনত অপরাধ: এনবিআর
১৮ Views

শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে আয়কর রিটার্ন জমা দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং আইন অনুযায়ী সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডযোগ্য অপরাধ বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ১ জুলাই থেকে ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তিশ্রেণির করদাতারা বার্ষিক আয়কর রিটার্ন দাখিল করেন, যেখানে প্রকৃত আয়-ব্যয়ের সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূলক। আয়, ব্যয়, সম্পদ বা দায় শূন্য দেখানো বা অসত্য ঘোষণা দেওয়া ফৌজদারি অপরাধ এবং আয়কর আইনের ৩১২ ও ৩১৩ ধারা অনুসারে এর জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

এনবিআর আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জিরো রিটার্ন’ নিয়ে ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে। আয়কর আইনে ‘জিরো রিটার্ন’ নামে কোনো বিধান নেই; করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রদর্শন বাধ্যতামূলক।

সংস্থাটি করদাতাদের দায়িত্বশীলভাবে প্রকৃত আয়-ব্যয় উল্লেখ করে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছে এবং প্রতারণামূলক ‘জিরো রিটার্ন’-এর ফাঁদে না পড়ার পরামর্শ দিয়েছে।

বর্তমানে ১ কোটি ১২ লাখ টিআইএনধারীর মধ্যে প্রায় ৪০ লাখ করদাতা বছরে রিটার্ন জমা দেন। গত অর্থবছরে অনলাইনে রিটার্ন দেওয়া ১৭ লাখ করদাতার মধ্যে ৭০ শতাংশ কর প্রদান করেননি। চলতি অর্থবছর থেকে সব করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে।

Share This