মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অধ্যক্ষ আবদুল হান্নানের এম.ফিল ডিগ্রি লাভ

অধ্যক্ষ আবদুল হান্নানের এম.ফিল ডিগ্রি লাভ
৫১৪ Views

ঐতিহ্যবাহী কুমিল্লার ‘নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদরাসা’র অধ্যক্ষ আবদুল হান্নান গ.চযরষ ডিগ্রি লাভ করেন। গত ২৭/০৯/২০২৩খ্রিঃ রোজ বুধবার ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামান স্যার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অধ্যক্ষ আবদুল হান্নানকে গ.চযরষ ডিগ্রি প্রদান করেন।

ঢাকা বিশ^বিদ্যালয়ের কলা অনুষদের অন্তর্গত আরবী বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ স্যার এর অধীনে “আল Ñকুরআনে বর্ণিত যুলকারনাইন : ইতিহাসে তাঁর অবস্থান” (ঔটখকঊজঘওঘঊ অঝ উঊঝঈজওইঊউ ওঘ ঞঐঊ অখ-ছটজঅঘ : ঐওঝ চখঅঈঊ ওঘ ঐওঝঞঙজণ) বিষয়ে এম.ফিল গবেষণা করার জন্য অধ্যক্ষ আবদুল হান্নানকে উক্ত ডিগ্রি প্রদান করেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা এম.এম.এম.এফ, এম. এ (ফার্স্ট ক্লাস)। তিনি সবগুলো পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।

তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামের মাওলানা মোহাম্মদ হানিফ ও হাজেরা খাতুনের সুযোগ্য সন্তান। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন, যেন দ্বীনের খেদমত করে দেশ ও জাতির জন্য বড় অবদান রাখতে পারেন। -বিজ্ঞপ্তি

Share This