এমপিওভুক্ত হচ্ছেন আরো প্রায় ৬ হাজার শিক্ষক


৪০৯ Views
ষ্টাফ রিপোর্টার\ দেশের বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া প্রায় ৬ হাজার শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটি। তাদের মধ্যে স্কুলের ৪ হাজার ৬৫৮ জন ও কলেজের এক হাজার ২৭৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এ ছাড়াও ৩ হাজার ৯১৮ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ৯২৯ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় নতুন এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়। এ সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।