বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে কিশোর গ্যাংয়ের হামলায় ৬ জন গ্রেফতার

চাটখিলে কিশোর গ্যাংয়ের  হামলায় ৬ জন গ্রেফতার
৪৭৭ Views

            নিজস্ব প্রতিনিধি\ চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল ও নয়নপুর এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য ফয়সাল ও রনির নেতৃত্বে বৃহস্পতিবার রাতে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা স্থানীয় যুবক নাহিদ, ইয়াছিন, রুবেলসহ ৫ জনকে পিটিয়ে জখম করে। কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ত্রাসের সৃষ্টি করে। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাটখিল থানার ওসি এমদাদুল হক জানান, রাতেই অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলো- নাহারখিল গ্রামের ফয়সাল, আব্দুল ওয়াহাব, ইমন, আলতাফ হোসেন, বাবর পাটোয়ারী ও সাধুরখিল গ্রামের আলমগীর হোসেন।

Share This

COMMENTS