বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ড. ইউনূসের দন্ড বাতিল

ড. ইউনূসের দন্ড বাতিল
৪৭১ Views

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের দায়ের করা মামলায় দন্ডাদেশ বাতিল করা হচ্ছে। এ ছাড়া তার বিরুদ্ধে চলমান শতাধিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হচ্ছে। এসব মামলা প্রত্যাহার না হলে ড. ইউনূস দেশে ফিরবেন না। একজন ক্লিনম্যান হিসেবে তত্ত¡াবধায়ক সরকার প্রধান হিসেবে শপথ নিতে চাচ্ছেন। একারণে আইন মন্ত্রণালয় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চালাচ্ছে। তবে এই প্রক্রিয়ায় সময় ক্ষেপণের কারণে নতুন সরকার গঠনও বিলম্বিত হচ্ছে বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। এ সাজা মাথায় নিয়ে তিনি তত্ত¡বাবধায়ক সরকারের প্রধান হতে পারবেন না।

Share This