শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ঘটনায় সাবেক ওসি এস আইসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককলেট বিস্ফোরণের অভিযোগে নাঙ্গলকোট থানার সাবেক ওসি ফারুক আহমেদ, এসআই আতিকুল ইসলাম, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

            উপজেলা বিএনপি কার্যালয়ের তত্ত¡াবধায়ক পৌরসভার হরিপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে রফিক গত ২৯শে আগস্ট কুমিল্লার ৫নং আমলি আদালতে বাদি হয়ে মামলার আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান।

            মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩১শে আগস্ট নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককলেট বিস্ফোরণ চালায় আসামিরা। এসময় মামলার বাদি প্রতিবাদ করলে নাঙ্গলকোট থানার সাবেক ওসি ফারুক আহমেদ ও এসআই আতিকুল ইসলাম বাদীকে জোরপূর্বক থানায় নিয়ে আটকে রাখে। দীর্ঘ ২ বছর পর বাদী থানার সাবেক ওসি, এসআই, আওয়ামী লীগের ৬৬ জন নেতা-কর্মী ও অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

            কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলি আদালতের বিচারক মো. আবু বকর ছিদ্দিক মামলাটি আমলে নিয়ে নাঙ্গলকোট থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

Share This