বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নীলফামারীতে চীনের প্রস্তাবিত হাসপাতাল স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১৮ Views

জেলা সদরে আজ চীন সরকারের উপহারের বিশেষায়িত হাসপাতাল স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজ মঙ্গলবাররংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হারুন অর রশিদ-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উত্তরা ইপিজেড-এর অদূরে জেলা সদরের দাড়োয়ানীতে টেক্সটাইল মিলের পরিত্যক্ত ২৫ একরের একটি এলাকা পরিদর্শন করেন। ছবি: বাসস

আজ মঙ্গলবার সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হারুন অর রশিদ-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উত্তরা ইপিজেড- এর অদূরে জেলা সদরের দাড়োয়ানীতে টেক্সটাইল মিলের পরিত্যক্ত ২৫ একরের একটি এলাকা পরিদর্শন করেন।

এ সময় নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি আ.খ.ম আলমগীর সরকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. জুবায়ের আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share This