শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে ডাকাতিয়া নদীতে মোবাইল কোট

মনোহরগঞ্জে ডাকাতিয়া নদীতে মোবাইল কোট
২৩১ Views

            নিজস্ব প্রতিনিধি\ গত ৩০শে আগস্ট মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) নাছরিনের উদ্যোগে উপজেলার হাসনাবাদ ও বাইশগাঁও ইউনিয়নে বাধ দিয়ে বন্যার পানি প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি ও অবৈধ জাল দিয়ে মাছ ধরা রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ডাকাতিয়া নদী ও এর আশেপাশের বিভিন্ন শাখা খালে অবৈধ ভেসাল জাল দিয়ে তৈরি প্রায় ১৫টি স্থান থেকে বারা বাঁধ অপসারণ করা হয়। অবৈধভাবে খালে বাঁধ দেয়ায় ২টি মামলায় ২ জনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং বিপুল পরিমান অবৈধ জাল বাজেয়াপ্ত করা হয়।

            মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা, সেনাবাহিনীর একটি টীম ও মনোহরগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Share This