লাকসাম ব্যাংক রোড থেকে মাছ বাজার যানজটের এক অরাজকতার কারবার


ষ্টাফ রিপোর্টার\ লাকসাম বাজারে তীব্র যানজটের ভোগান্তি দীর্ঘদিনের। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ৪ লেন প্রকল্পের লাকসামের অংশে ৪.৫ কিলোমিটার এখনো ২ লেনের। এতে করেও দৌলতগঞ্জ বাজারে সমস্যা দিনের পর দিন আরো বেড়ে চলেছে। এই ২ লেনের পুরাতন বাইপাস সড়কেও নিত্য যানজট লেগে থাকার কারণে অনেক যানবাহন ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে থাকছেন। এহেন সমস্যার কারণে আবার কেউ কেউ লাকসামের ব্যাংক রোডও ব্যবহার করছেন। তাতে করে যানজট আরো মারাত্মক আকার ধারণ করছে।
বিশেষ করে ব্যাংক রোড থেকে মাছ বাজার পর্যন্ত যানজটে পড়ে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছেন হর হামেশা। কোনো কোনো সময় মানুষ পায়ে হেঁটে চলাচল করাও দু:সাধ্য হয়ে পড়ছে। তাছাড়া, লাকসাম পৌরশহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এই দৌলতগঞ্জ বাজারে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাভার্ডভ্যান, ট্রাক, ট্রাক্টর, পিকআপ, ইজিবাইক ও ভটভটি থেকে মালামাল লোড-আনলোড করার কারণেও এখানে চরম যানজটের সৃষ্টি হচ্ছে। গত শনিবার দুপুরে ছবিগুলো তোলা হয়েছে ব্যাংক রোডের মাছ বাজার সংলগ্ন এলাকা থেকে। ভুক্তভোগীরা এহেন যানজটের দুর্বিসহ যন্ত্রনা থেকে রক্ষা পাওয়ার ব্যাপারে লাকসাম পৌরসভার সুযোগ্য মেয়র সাহেবের আশু দৃষ্টি কামনা করেছেন। ………….ছবিঃ লাকসামবার্তা