
শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটায় ২ মাসের কারাদন্ড

৮৮ Views
নিজস্ব প্রতিনিধি॥ চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার দায়ে তোফাজ্জল হোসেন নামের এক জনকে ২ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা অভিযান পরিচালনা করেন। এ সময় এক্সকেভেটর দিয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাটি ব্যবসায়ী তোফাজ্জলকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটর জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান, দুদিন আগে তোফাজ্জল কৃষি জমির মাটি কাটবেন না মর্মে মুচলেকা দিয়ে যান। কিন্তু দু’দিন পার না হতেই তিনি আবারও মাটি কাটা শুরু করেন। মাটি কাটা বন্ধে অভিযান চলবে।