শুক্রবার, ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

১৫ই জানুয়ারির মধ্যে হজের বাকি টাকা জমা দিতে হবে

১৫ই জানুয়ারির মধ্যে হজের  বাকি টাকা জমা দিতে হবে
৩২৫ Views

            ষ্টাফ রিপোর্টার॥ আগামী ১৫ই জানুয়ারির মধ্যে হজ প্যাকেজের বাকি টাকা জমা দিতে হবে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সোনালী ব্যাংকে এবং বেসরকারি হজযাত্রীদের সংশ্লিষ্ট এজেন্সির ব্যাংক হিসাবে এই টাকা জমা দিতে হবে। এ ছাড়া হজযাত্রী সমন্বয়, লিড এজেন্সি নির্ধারণ ও মোনাজ্জেম নির্বাচনের সময় বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের একাধিক পত্রে এসব নির্দেশনা দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

            ২০২৫ সালের হজে ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদের উদ্দেশে এক পত্রে বলা হয়েছে, সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে ২০২৫ সালের ১৪ই ফেব্রুয়ারির মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মোয়াল্লেম গ্রহণ, বাড়ি বা হোটেল ভাড়া, পরিবহনসহ সেবাসংক্রান্ত সব চুক্তি সম্পন্ন করতে হবে। এ কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত তারিখের মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে হজযাত্রীদের। ২০২৫ সালে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিগুলো বরাবর পাঠানো এই পত্রে বলা হয়েছে, সৌদি সরকার ২০২৫ সালে হজে অন্যান্য দেশের এজেন্সি প্রতি হাজির কোটা ২ হাজার জন নির্ধারণ করেছে। তবে বাংলাদেশের অনুরোধে এজেন্সি প্রতি হাজির সংখ্যা সর্বনিম্ন ১ হাজার জন নির্ধারণ করেছে।

Share This