বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামের মুদাফরগঞ্জে সড়ক ও জনপদের  ভুল ডিজাইনে ভাঙ্গছে এলজিইডির সড়ক!

লাকসামের মুদাফরগঞ্জে সড়ক ও জনপদের ভুল ডিজাইনে ভাঙ্গছে এলজিইডির সড়ক!

৩১ Views

            ষ্টাফ রিপোর্টার\ লাকসামে ভুল ডিজাইনে তৈরি করা মড়ক ও জনপদের সেতুর পানির তোড়ে ভেঙ্গে যাচ্ছে এলজিইডি’র রাস্তা। ঘটনাটি লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের মুদাফরগঞ্জ-চিতোষী সড়কে।

            জানা গেছে, মুদাফরগঞ্জ-নাগঝাটিয়া-কাগৈয়া সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। অপরদিকে, মুদাফরগঞ্জ-চিতোষী সড়কটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ)। দু’টো রাস্তার সংযোগস্থলের অদূরে সড়ক ও জনপদ একটি ব্রীজ নির্মাণ করে। ব্রীজটি খালের মুখে আড়াআড়ি না করে সোজাসুজিভাবে নির্মাণ করায় চলতি বর্ষার বর্ষণে স্বাভাবিক ¯্রােতে পাশের সড়ক ভেঙে পড়ছে। এতে মারাত্মক দুর্ঘটনাসহ ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

            স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় কোটি টাকা ব্যয়ে সরকারিভাবে ব্রীজটি তৈরি করেছে সড়ক ও জনপথ বিভাগ। অথচ একটু ভুলের কারণে ব্রীজের নীচ দিয়ে প্রবাহিত পানির তোড়ে আরেকটি রাস্তা ভেঙ্গে যাচ্ছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তা ভেঙ্গে পড়ছে।

            লাকসাম উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মিশুক কুমার দত্ত বলেন, ভুল ডিজাইনে তৈরি করা সড়ক ও জনপথ বিভাগের ব্রীজ আমাদের রাস্তা ভাঙ্গছে। রাস্তাটি ভাঙ্গলে এলাকাবাসী ভোগান্তি পোহাবে। বর্তমানে এ রাস্তা রক্ষা কঠিন হয়ে পড়েছে।

            সড়ক ও জনপথ বিভাগের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আলী উল্লা বলেন, ব্রীজ নির্মাণের ডিজাইনে আমাদের ভুল হয়েছে কিনা বলতে পারছি না। সরেজমিনে দেখে ব্যবস্থা নেবো। -সৌজন্যেঃ কুমিল্লার কাগজ

Share This