মনোহরগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা শেষে বাড়ি ফিরলো সেই ৩৭ জন রোগী
আকবর হোসেন\ মানবতা এখনো বেঁচে আছে। মানুষের কল্যাণে কাজ করলে জীবনে সফলতা অর্জন করা সম্ভব। কুমিল্লার মনোহরগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা শেষে সুস্থভাবে বাড়িতে ফিরে আসলো সেই ৩৭ জন রোগী। বিনামূল্যে ৩৭ জন রোগীর চোখে ছানি অপারেশন করা হয়েছে।
জানা গেছে, মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের যাদবপুর গ্রামের মরহুম নাজির আহমেদের সুযোগ্য সন্তান ফয়েজ আহমেদ রাব্বির উদ্যোগে এবং চাঁদপুর জেলার মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালনায় চোখে ছানিপড়া রোগীদের বিনামূল্যে লেন্স লাগানোর ব্যবস্থা করা হয়েছে। গত ৯ই সেপ্টেম্বর সকাল থেকে সারাদিন মনোহরগঞ্জ উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আগত প্রায় ৫০০ জন রোগীর চোখের পরীক্ষা শেষে মোট ৩৭ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাচাই করা হয়েছে। পরে শনিবার ফয়েজ আহমেদ রাব্বির উদ্যোগে একটি বাস ব্যবস্থা করে চোখের ছানি অপারেশনের জন্য ওই ৩৭ জন রোগীকে লাউলহরী গ্রাম থেকে চাঁদপুর জেলার মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। গত ১০ই সেপ্টেম্বর রবিবার ৩৭ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে বলে জানান ফয়েজ আহমেদ রাব্বি। ওই ৩৭ জন রোগী সোমবার সুস্থভাবে বাড়িতে পৌঁছেছে। ফয়েজ আহমেদ রাব্বি জানান, যে ৩৭ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য চাঁদপুর নেয়া হয়েছে তাদের থাকা-খাওয়া, যাওয়া- আসা, অপারেশন এবং অপারেশন পরবর্তী ঔষধ ও কালো চশমা বিতরণ বিনামূল্যে করা হয়েছে। এরকম উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। ভবিষ্যতে এরকম তরুণ-উদীয়মান যুবকরা সমাজের জন্য এবং সমাজের মানুষের কল্যাণের জন্য এগিয়ে আসলে সমাজের জন্য ও সমাজের মানুষের জন্য উপকার হবে। যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চোখে ছানি অপারেশনের জন্য রোগী বাছাইকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। ফয়েজ আহমেদ রাব্বি জানান, ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে কাজ করবো। সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।