শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা

মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা
২৬৯ Views

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত।

সোমবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, উপজেলা আমির মু. মাহফুজুর রহমান এবং সেক্রেটারি মু. বেলাল হোসাইন জানান, বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান। কোনো নাগরিককেই হেনস্তা করা জামায়াতে ইসলামী সমর্থন করে না।

তারা আরও বলেন, জড়িতরা জামায়াতে ইসলামের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নয়। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আবুল হাশেম এবং ওহিদুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য দেশবাসীর প্রতিও আহ্বান জানানো হয়েছে।

Share This