বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ: নাহিদ ইসলাম

১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ: নাহিদ ইসলাম
১৯ Views

বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, “আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনে কোনো জোট বা সমঝোতা হলে তা আদর্শিক ভিত্তিতে হতে পারে। জুলাই সনদে যে সংস্কারের দাবিগুলো রয়েছে, যদি কোনো দল সে দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করে, তাহলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। তবে আপাতত আমরা এককভাবেই এগোচ্ছি।”

নাহিদ ইসলাম জানান, “আমাদের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দেওয়া। তবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব নেতারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতি সম্মান জানিয়ে তাঁদের আসনে আমরা প্রার্থী দেবো না—যেমন বেগম খালেদা জিয়ার আসন।”

তিনি বলেন, “দেশে স্থানীয় গডফাদারদের টাকার রাজনীতিকে আমরা চ্যালেঞ্জ করবো। এমন প্রার্থী চাই, যাঁদের সাধারণ মানুষের পাশে পাওয়া যায়—যেমন শিক্ষক, ইমাম, সামাজিক নেতা—যাঁরা সত্যিকারের জনগণের প্রতিনিধি হতে পারেন।”

শহীদ গাজী সালাউদ্দিনকে স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত হন গাজী সালাউদ্দিন। দীর্ঘ চিকিৎসার পর তিনি গত ২৬ অক্টোবর মারা যান। তাঁর মতো অনেক জুলাই যোদ্ধা এখনো চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন। তাঁদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “শহীদ সালাউদ্দিনদের ত্যাগের কারণেই আমরা ফ্যাসিবাদকে পরাজিত করতে পেরেছি। এখন আমাদের দায়িত্ব একটি নতুন বাংলাদেশ গড়া। নির্বাচনের উত্তাপে যেন আহত ও শহীদ পরিবারগুলোকে ভুলে না যাই।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনু এবং জাতীয় যুবশক্তির সিনিয়র সহসভাপতি তুহিন খান।

Share This

COMMENTS