হাসনাবাদ-চিতোষী-মুদাফফরগঞ্জ রোডের দুরারোগ্য অবস্থা!


২১৬ Views
কুমিল্লা জেলার মুদাফরগঞ্জ বাজার চিতোষী রোড। সড়কটি দুঃখ শেষ হয় না, যেমন সড়কটির ভোগান্তি, তেমনি যাত্রীদের ভোগান্তি। মুজাফরগঞ্জ হইতে কুমিল্লা বিশ্বরোড ৩০ কিলোমিটার সড়ক সিএনজি ভাড়া জনপতি ৫০ টাকা। অন্যদিকে মুজাফরগঞ্জ হইতে অফিস চিতোষী ১২ কিলোমিটার ভাড়া জনপতি ৫০ টাকা। বৈষম্যহীন বাংলাদেশের। আরেক বৈষম্য! রাতে ভয়ঙ্কর রূপ সিএনজি ড্রাইভারদের চিতোষী রোড জনপতি ভাড়া ১০০ টাকা। আজকের জলাবদ্ধতার দৃশ্য।
