শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইনের ডহরা ইসলামিয়া দাখিল মাদরাসায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

গাইনের ডহরা ইসলামিয়া দাখিল মাদরাসায়  বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
৪৪০ Views

            নিজস্ব প্রতিনিধি\ লাকসাম উপজেলার গাইনের ডহরা ইসলামিয়া দাখিল মাদরাসার উদ্যোগে গত বুধবার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান  ওয়ায়েজিন ছিলেন, হযরত মাওলানা মুফতী হাবিবুর রহমান আল জাযাযী (বোরহান উদ্দিন কামিল মাদরাসা, ভোলা)। বিশেষ ওয়ায়েজিন ছিলেন, হাফেজ হযরত মাওলানা আব্দুস সালাম ফারুকী (মুন্সিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ চৌদ্দগ্রাম), হাফেজ হযরত মাওলানা শহিদুল্লাহ মিয়াজী (খতিব লালমাই বাইতুল আমান জামে মসজিদ)। প্রধান অতিথি ছিলেন, মোঃ নাসির উদ্দিন মজুমদার (বিশিষ্ট শিল্পপতি ঢাকা)। বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব মোঃ আলহাজ্ব আব্দুল মান্নান ইতালি প্রবাসী (সিনিয়র সহ সভাপতি ৮নং লাকসাম পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ), মোঃ আবুল কাশেম রং মাষ্টার (বিশিষ্ট সমাজ সেবক, ঢাকা)। সভাপতিত্ব করেন, আলহাজ্ব  মোঃ তাজুল ইসলাম মজুমদার (সভাপতি ৮নং লাকসাম  পুর্ব  ইউনিয়ন আওয়ামী লীগ)। উপস্থিত ছিলেন, গাইনের ডহরা ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি অহিদ উল্যাহ্  মজুমদার (বিশিষ্ট  ব্যবসায়ী, ঢাকা)।

Share This